মন ছুঁয়ে যায় বারংবার হতাশায়
প্রকৃতির উচ্ছলতায় আবার ফিরে আসে আশায়,
বাঁচার প্রেরণায় বেদনা অস্তমিত হয় নিরাশায়
জীবনের সংজ্ঞার এক অংশ যুক্ত হয় ভালোবাসায় ।

আকাশ-বাতাস, ফুল-পাখির কলকাকলি
যোগায় মুখের হাসি, ক্লেশ-ক্লিষ্ট মানুষের বাঁচার নেশা,
এভাবেই বাঁচার উপায় পায় ফুটন্ত নতুন কলি
প্রকৃতির অনুপ্রেরণায় মানুষ ভেসে চলে ভবিষ্যৎ-দিশায় ।।
               “****