কাজল-কালো মেঘে ছেয়েছে ঈশান কোণ
উঠবে তুমুল ঝড়, কাঁপবে আকাশ,
ফিরে চলে আপন নীড়ে পশু-পক্ষীর দল
গুমোট প্রকৃতিতে স্তব্ধ হয়ে যায় বাতাস।

ঘর-দোর কাঁপিয়ে ফুলে ফেঁপে উঠলো ঝড়
চারিদিকে শুধু মর-মর কড়-কড় আওয়াজ,
ভাঙছে গাছ, উড়ছে ছাউনি
চারিপাশ সেজেছে অসময়ের অন্ধকার-সাঁজ।

বাতাসের ঘূর্ণিপাকে দিশেহারা সব
রণদুন্দুভি বাজায় প্রকৃতি, মত্ত চারিপাশ,
কাঁপছে ভীরু সন্ত্রস্ত্র  জীবকুল
থামবে কখন এ ঘূর্ণি, মনে ভয়াল ত্রাস।

ঘূর্ণির রণ-তান্ডবের শেষে ভয়াল প্রকৃতির রূপ
এলাকা জুড়ে উঠছে হাহাকার,
কবে পূরণ হবে এ ক্ষয়ক্ষতির ভান্ডার?
প্রার্থনা, পুনরায় যেন প্রকৃতি না করে ছারখার।।
           ***