প্রখর তপন তাপে দগ্ধ পৃথিবী,
মাটি ফেটে ছারখার,
জলের আর্তনাদে কাঁপে ধরাতল
তোমায় স্মরি সূর্যদেব বারংবার।
যদি মোরা করি কোন পাপ
ক্ষমা করে দিও তব মহিমায়,
রুদ্রতাপের জ্বালায় অস্থির প্রাণীকূল
মুমূর্ষ বিটপেরা প্রাণ ফিরে পেতে চায়।
তাই সবে মিলি করি হাত জোড়
ক্ষমা করে ফিরাও বাঁচার নব আশ্বাস,
তব অসীম কৃপায় নামুক বৃষ্টি,
ধরাতলে বয়ে যাক নব নব প্রশ্বাস।।
****