প্রদীপ জ্বলে ছড়িয়ে আলো....
শিখার নিচে জমে কালির আস্তরণ,
আলোর বিচ্ছুরণ বুঝিয়ে দেয়
নিজ জ্যোতির শক্তিতে কালিমার ক্ষরণ।
প্রদীপ-শিখার জ্যোতিতে চূর্ণ হোক সকল কুটিলতা
পাপে লিপ্ত যত গরল মুক্ত হোক সকল মনে,
প্রজ্জ্বলিত হোক মানব মনের শুভ চেতনা
উদ্ভাসিত হোক মানবতা ভরা আলোর শিখা সর্বোজনে।