কলমের আঁকি-বুকি
ভাসে মনের অন্তরালে,
প্রেমের স্বচ্ছ অভিলাষ
উজ্জ্বলতায় ফোটে প্রীতির সমান্তরালে ।
অক্ষরে অক্ষর জোড়া তৈরি শব্দমালা
ছন্দের ঝঙ্কারে বেজে ওঠে তান,
কঠিন বন্ধনের আবর্তে থাকা ভালোবাসা
জলে-স্থলে অন্তরীক্ষে ভরিয়ে তোলে গান ।
কালের প্রবাহে থাকবে এই সূর-সৃষ্টি
কলম আর রঙিন কালির ছন্দে-ছন্দে,
তাই সকলের মনে জাগে পুলক
প্রকৃতির সাথে সুখ-দুঃখের আনন্দে ।।
*****