নারী ওঠো, জাগো
সোচ্চার হোক প্রতিবাদের ভাষা,
তোমার আমার ঘরের ভগ্নি, জায়া, জননীকে
নৃশসংসতায় কলুষিত করেছে আদিম আগুন,
বিবেক-বোধ দিয়ে হৃদয় জাগ্রত করে
নপুংসক দুর্বৃত্ব-দলের বিরুদ্ধে
জেগেছে আজ নারী-বাহিনী
সাথে আছে শত শত মানুষ,
উদ্দেশ্য একটাই, দুমড়ে মুচড়ে যাক
দুর্বৃত্তের স্বাধিকারের বড়াই,
এই মশালেই হবে পুড়ে ছাই
অনাকাঙ্খিত প্রবৃত্তি হতে  
কভু পাবেনা পার  
আপন মনের শুভশক্তি দিয়ে শত-শত নারী
সভ্য সমাজের মানুষের দল নিয়ে
ধাওয়া করেচলেছে প্রতিবাদের রাস্তায় ।।
                 ***