পৃথিবী, জানি অসুস্থ শরীর নিয়ে তুমি চিন্তিত
কারণ, দেহের প্রতিটি কোষে বাসা বাঁধছে তোমার সব বেইমান,
কুসংস্কার, প্রতারণা, অমানবিকতার হাত ধরে
চলছে যত ক্ষত-বিক্ষত অশুভ চেতনার বান ।
হানাহানি, অন্যায়-অবিচারের মত বেইমানরা হোক শেষ
ঐক্যতা, সহনশীলতায়, গ্লানি-মোচনে কাটুক আঁধার,
শুভ্রতা, সুস্থতায় ভরে উঠুক শত কোটি সন্তানের মন
তবেই সুস্থ হবে তুমি পৃথিবী, ভরবে তোমার সর্বাধার ।।
*******