সুপ্ত আশায় ভরা প্রেমের আলিঙ্গনে
মুগ্ধতা ভাসে চোখের তারার প্রাঙ্গণে
স্বপ্নেরা মুখর হয় প্রাণোচ্ছল অঙ্গনে ।
মনের মাধুরী ভরে সৌন্দর্যের অপরূপতায়
প্রত্যাশা ফিরে আসে সুবাসের উদ্দীপ্ততায় ।।

                 ******