নবীন মনের আনন্দে আসে ফাগুন,
শিমুল পলাশের উচ্ছ্বাসে ছড়ায় আগুন ।
পিউকাঁহা ডাকে মধুর রবে,
নব যৌবনের বসন্ত আসে যবে ।
আকাশে রঙিন আবিরের সামিয়ানা,
পাখিরা উড়ে চলে, দুরন্তপনায় নেই মানা ।
মধুপের গুঞ্জনে প্রকৃতি মাতে সুরের ধারায়,
তপ্ত রোদ্দুরে প্রেমের ফাগুন উঁকি দেয় সোনালী মেদুরতায় ।।