অষ্ট সখীর পরিবেষ্টনে
শ্রীরাধা চলেছে যমুনায়,
বংশীধারী বাজায় বাঁশি
উতলা মন বাসনায় ।

কদমের ডালে কানু
বিভোর সুরের মুগ্ধতায়,
রাধিকা বোনে স্বপ্নজাল
লাজুক নয়নের অপরূপতায় ।

অভিসারে যাবে রাধা
রাতের আঁধারে কুঞ্জবনে,
বাঁশির সুরের টানে
প্রেম বিলাসী মনে ।

নূপুরের  ছন্দের তালে
গাগরীতে জল ভরে,
মনের হরষে ফেরে
আপন  নীড়ের তরে ।

জনম জনম ধরে
চিরন্তন এই ভালোবাসা,
সুখ স্বপ্নের  বিভোরতায়
নূপুর বাঁশির অভিলাষা ।।
                  ******