জলভরা মেঘ আকাশে চলে ভেসে
নৌকোগুলি বাঁধা টলটলে দিঘির ঘাটে,
নৌকোয় বসে ঝিমায় মাঝি
ছেলে-বুড়ো চলেছে রাস্তা ধরে ছোট্ট গাঁয়ের হাটে ।

চারিদিকে প্রকৃতি উঠেছে সেজে
অপরূপ শোভায় যায় মন ভরে,
তাল গাছের সারি সহ সবুজ গাছপালা
প্রাণবন্ত ছবি এঁকে যায় মেঠো পথ ধরে ।।
                   ***