সে হেঁটেছে অনেক পথ .....
পার হয়েছে নদী সাগর পাহাড় মরুভূমি
পার হয়েছে জীবনের প্রতিটি পঙ্কিল আবর্ত
কভু হারায়নি মনোবল, হোক সে বিভূঁই় বা স্বভূমি ।

রোদ-বৃষ্টি ঝড়-তুফান জলোচ্ছাস
সময়কে সাথে নিয়ে সবই হয়েছে পার
পারেনি ভাসাতে ক্লান্তি অবসাদে
মানুষের মত চলেছে জীবন প্রতিনিয়ত তার ।

স্বদেশে যেদিন পড়ল বেইমানের কবলে
হাজারো প্রতারণায় সে হারালো মনোবল
অনেক পথ হেঁটেও খেতে হল হোচট
পথ হাঁটা ক্লান্ত পথিক সে আজ নয় সবল ।।
                      *********