খুঁজি অবিরাম সেই পরশ পাথর
যা ছুঁলে হবে সোনা ----,
কিন্তু কোথায় সেই পাথর ...?
যার স্পর্শের জন্য অধীর আগ্রহে থাকে সোনা ।
পরশ পাথর হয়ে ওঠে এক একটি মাইলস্টোন
বিবেকবোধ, মানবতাবোধ, সততা,
তার সাথে খাঁটি কাজের সঠিক মূল্যায়ন
আর তখনই খুঁজে পাবে পরশপাথর-সোনার যথার্থতা ।
পরশ পাথরের সন্ধানে যদি এগিয়ে যেতে চাও
করতে হবে মানুষকে ভালবাসার যথাযথ জ্ঞান অর্জন,
মাতৃভূমির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চিত্তবোধ যদি বাড়াও
তবেই পাবে পরশ পাথরের সন্ধান, স্পর্শে সোনার স্ফুরণ ।।