জীবনের গতির তালে তাল মিলাতে
আসে অনেক উপহার,
পার্থিব ও নৈসর্গিক বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে
জীবনকে ঘিরে ….
পার্থিব বস্তু দেয় মনে আনন্দ, উচ্ছাস ।
নৈসর্গিক অনুভূতি মনে জাগায়
স্নিগ্ধতা, মানবতা, বিবেক বোধ,
জগতে আছে বিভিন্ন সুকর্ম
যেগুলির সুসম্পন্নতা এনে দেয় অপার শান্তি
স্নিগ্ধ ভালবাসার অনুভূতি
বিদ্যাভাস, গুরুজন ভক্তি, দেশমাতৃকাকে মর্যাদা দান…….
প্রকৃতি রক্ষণাবেক্ষণ, একাত্মতা, বন্ধন, পশু-প্রেম ।
এক অপার মাধুর্যতায় ভরা প্রশান্তিময়তায় পাওয়া উপহার
জীবনে কখনো হবে না মলিন,
হবে এগিয়ে যাওয়ার পথের নব নিশানা
এর থেকে পাওয়া পরম তৃপ্তির রসাস্বাদন
হবে জীবনের এক মহৎ উপহার ।।
**