উনবিংশ ও বিংশ শতাব্দীর নবজাগরনে
তুমি ছিলে মহান পুরুষ দার্শনিকতার
বঙ্গীয় নবজাগরণের পুরোধাব্যক্তিত্ব হয়ে
আধুনিক ভক্তসমাজে তুমিই ঈশ্বরের অবতার ।
হুগলীর কামারপুকুরে জন্ম তোমার
কাশীপুর উদ্যানবাটি দেহ রাখার স্থান
১৮৩৬ থেকে ১৮৮৬ মূল্যবান সময়কালে
রেখে গেলে কত যথার্থ বাণী আর দিব্য-জ্ঞান ।
অদ্বৈত বেদান্ত ভক্তি তন্ত্র আর শক্তিবাদের প্রভাবে
করলে তুমি গদাধর হয়ে মায়ের আরাধনা
সহজ মনে মায়ের কাছে সরল নিবেদনে
আখ্যায়িত হলে 'পরমহংস’, সার্থক তোমার সাধনা ।
‘আমার ধর্ম ঠিক, অপরের ধর্ম ভূল – এ মত ভাল না‘
‘ঈশ্বর এক বই দুই নাই‘ , তুমিই শুনিয়েছিলে বানী
এক একটি ধর্মের মত এক একটি পথ
বস্তু এক, জল কিংবা ওয়াটার কিংবা পানি ।
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমাদের প্রাণে
যেমন নানাদিকের নদী সাগর সঙ্গমকে করে বরণীয়
সমাজ সেবার কর্মযজ্ঞে তোমার মুখ্য শিষ্য বিবেকানন্দের প্রেরণায়
ঈশ্বরের অবতার রূপে থাকবে তুমি হয়ে চিরস্মরণীয় ।