প্রকৃতি আজ বিপর্যস্ত
হারাচ্ছে সবুজের অস্তিত্ব
অঙ্গচ্ছেদ হচ্ছে যত্রতত্র
প্রকৃতি হয়ে উঠছে উত্তপ্ত ।
সুশীতল ছায়া থেকে বঞ্চিত হচ্ছে মানুষ
দূষিত পলিতে ভরা নদী-নালা হারাচ্ছে গতিপথ
মাটির নীচে চলছে ধ্বংসের চোরাস্রোত
কারখানার গ্যাসে পরিবেশে ছুটছে বায়ুদূষণের রথ ।
ছড়ানো-ছেটানো প্লাস্টিক, নোংরায় ভরে চলছে ধরাতল
জনজীবন ওষ্ঠাগত, চারিদিকে শুধু আবর্জনার স্তূপ
পাল্লা দিয়ে বাড়ছে রাস্তায় গাড়ি-ঘোড়ার শব্দ-দূষণ
সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলাজমিতে তৈরি হচ্ছে বহুতলের কূপ ।
অক্সিজেন কমে গিয়ে বাড়ছে কার্বনডাই-অক্সাইড
শ্বাস-প্রশ্বাসে বেঁচে থাকাই মানুষের এখন দায়
প্রকৃতি যদি আনে কোন বিরূপ প্রভাব
মনুষ্য সহ জীবজগৎ হয়ে যাবে বিলীন প্রায় ।
কিয়দংশ মানুষই কিন্তু এর জন্য দায়ী
রক্ষা করেনা তারা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ
তবু তারা পালন করে ‘পরিবেশ সংরক্ষণ দিবস’
জাগেনা কোন বিবেকবোধ, যতই পাকুক তাদের কেশ ।
তাই, রক্ষা পাক প্রকৃতি, বাঁচুক পরিবেশ
জীবনের আশ্রয়ে আশ্রিত হোক সারা জীব-জীবন
সচেতনতা আনয়নে গুরুত্ব পাক পরিবেশ-শিক্ষা
পরিবেশ হবে দূষণমুক্ত, বাঁচবে বিশ্বের জনগণ ।।
              ***