আবিরের আভা নিয়ে আসে নব বসন্ত
পলাশে পলাশে ছড়িয়েছে তার সুধা,
রক্তিম ছোঁয়ায় উত্তাল আকাশ বাতাস
মনে লেগেছে ভালবাসার ক্ষুধা ।
রঙের উৎসবে মেতেছে আবাল-বৃদ্ধ-বনিতা
ফাগুন তার নবীন আনন্দে মুখরিত,
লাল-হলুদ শাড়ির আঁচল দিগন্তে ছড়িয়ে
পলাশ হয়ে উঠেছে রক্তিম আবিরে উচ্ছ্বসিত ।
পলাশ তার রাঙ্গা হাসির দোলায়
দোল দিয়ে যায় আশা-ভালবাসার স্পন্দনে,
দূর করে মনের দুঃখ-গ্লানি, ব্যথা-বেদনা
স্পন্দন বাঁধতে চায় আবিরের রং এক সৌন্দর্যের বন্ধনে ।
রহস্যময়ী আবরণে ঘেরা মোহময়ী পলাশ
গড়ে তোলে প্রাণের সাথে প্রাণের সুর,
নতুন দিনের ছোঁয়ায় সোহাগ-মাখা বাতাসে
লাল-হলুদ আবির ঝরে পড়ে ঝুরঝুর ।
স্বপ্ন-সুধার সুবাসে হৃদয় ভরে যায় নতুন আশায়
পলাশে আবিরে মাখামাখি হয়ে বসন্ত সাজে অপরূপ,
রোমান্টিক বিচরণে খুশির ছবি এঁকে
বসন্ত দেখায় তার মুগ্ধতার অনন্য স্বরূপ ।
পিউকাহারা গেয়ে চলে মহানন্দে কুহুকুহু রবে,
পলাশ-আবির বসন্তে ভরে থাক এই ভবে ।।
***