জীবনের কথা ?
অব্যক্ত থেকে যায়,
তবুও বলতে চেয়েছি চুপি চুপি
প্রস্তর যুগের পাথরের কানে ।

কি সে অব্যক্ত বেদনা ?
বলতে চেয়েছি বারংবার গগণভেদী চিৎকারে,
আকাশে, বাতাসে, দিগন্ত বিস্তৃত সাগরে
প্রতিধ্বনিত হয়ে জীবনের কথা ফিরে এসেছে সমস্বরে ।

আশা-নিরাশার দোদুল দোলায়
জমে থাকে সুখ-দুঃখের পাহাড়,
তাই তো অব্যক্ত কথাগুলি চুপিচুপি
লিখে যাব খোদাই করে প্রস্তরের গায়ে ।।
             *****