অপরূপ প্রকৃতির মাঝে
আকাশ, নদী, পাহাড় সাজে,
জাগে যেথায় প্রাণের স্পন্দন
ফুলের শোভায় মুগ্ধতার বন্ধন ।

সুস্থতার লক্ষণ জাগে প্রশান্তির পরশে
পাথরেও ফুল ফোটে  সুষ্ঠুতার হরষে,
প্রকৃতির বুক ভরা দান এক অন্তহীন
পরিচ্ছননতায় দূরে সরে যায় সকল গহীন ।।
           *******