পাপ কর্মের ফলে ভুগতে হয় মনে-প্রাণে
পূণ্য কর্মে বিকশিত হয় অন্তর,  
ভক্তি-শ্রদ্ধা সেবা-কর্মে নিয়োজিত হলে
পূণ্য কর্ম লব্ধ হয়, নিষ্ঠা হয়না অবান্তর।

দু’দিনের তরে আসা এই ভব সংসারে
ন্যায় নীতি অনুসরণে আসুক সত্যের যথার্থতা,
বিশ্ব থেকে দূর হোক পাপের আধার
মানবতায় ঘেরা পুণ্য পাক পূর্ণতা।
           *****