পাখি উড়ে আকাশে
মন ভাসে বাতাসে,
মুক্তি স্বাদের আনন্দে
নাচে ওরা ছন্দে ।

চোখে মৃদু হাসি
স্বপ্ন রাশি রাশি,
যায় দূর-দূরান্তে
ধায় অসীম অনন্তে ।

চায় শুধু মুক্তি
মানে না যুক্তি,
নেই কোন বন্ধনে
মাতে  প্রকৃতির ইন্ধনে ।

বাদল দিনে আঁকে
মেঘের ক্যানভাসের বাঁকে,
ডানার ছাঁটে তুলিতে
নানান খুশির বুলিতে ।

বর্ষায় ভিজে পাখি
জলে সিক্ত আঁখি,
ঘর বেঁধে সাজে
গাছের ডালের খাঁজে ।।
      ******