পূর্ণিমার এক ঢাল চাঁদের আবেশ
ছড়িয়ে পড়েছে কুঞ্জ-বনে,
কৃষ্ণের বাঁশির সুরে আচ্ছন্ন
রাধিকা চলেছে অভিসারে আপন মনে ।
বন-পথে বাজে ঝুম-ঝুম পায়ের নুপুর
ওড়না ঢাকা মুখে সলজ্জ হাসির রেশ,
কদম-তলায় বংশীধারী গোকুল বিহারী
চঞ্চল দুটি মনে একাত্ম হয় ভালোবাসার উন্মেষ ।।
*****