প্রবল তাপ-দাহে জ্বলছে অনল
উত্তপ্ত ধরণী-তলে পরিশ্রান্ত জীবকুল,
দিশেহারা গাছপালা, মর্মর শুকনো পাতা
একফোঁটা জলের তরে আকাশে চায় পক্ষীকূল ।
চাষি-ভাই হাহাকার করে
কি হবে কাঠ-ফাটা ক্ষেতের ভবিষ্যত ?
সংসারের ভাবনায় ছট-ফট করে মন
চাষি-ভাইয়ের ভবিষ্যত তবে কি হবে নস্যাৎ ?
অতঃপর ঘন কালো মেঘে ছেয়ে গেল চারিধার
এলো আকাশ কাঁপিয়ে শাওন ধারা,
ঝম-ঝম ধ্বনি আর বজ্র সংকেতে
সকলের মন খুশির ছন্দে হয়ে গেল পাগল-পারা ।
মাঠ-ঘাট-নদী, খাল-বিল-পুকুর
ভরে গিয়ে সব জল থৈ-থৈ চারিধার,
শান্তির পরশে শীতল অনুভবে
মেঘ-মুক্তির আনন্দে মুক্ত হল সব ভার ।।
*****