যতই হয় চারিদিকে মানুষের দরবার
অমানবিকতার আঘাতে ততই চলে বাস্তব হাহাকার,
খুন, জখম আর সামাজিক কোলাহলে
জন্-জীবন জর্জরিত হয়ে যায় রসাতলে।

এখন, সংসার জীবনে নেই কোনো শান্তি
মামলা মোকদ্দমায়  অবিরত অশান্তি,
স্বল্পতে কেউ নয় তুষ্ট
চাওয়ার পরিধির সীমারেখায় সবাই রুষ্ট।

পরিবেশ সদাই হয় মানুষের কোপে ছারখার
অত্যাচার আর প্রতারনার বাতাবরণে  জেরবার,
বাড়ছে দূষণ, বাড়ছে অব্যক্ত যন্ত্রণা
কাঁপছে পৃথিবী, তবুও  মানুষ করে না করুণা ।

তাই, মানুষ জাগুক বিবেক বোধের হরষে
মানবতা প্রলেপ দিক জীবন বোধের পরশে,
ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধনে গড়ে উঠুক জীবন
অশান্তি এড়িয়ে চলার প্রবনতায় উদার হোক মন।

আশা, একদিন ঘুচবে অশান্তি, বাড়বে সুখ-শান্তি
কাটবে আঁধার, দুর হয়ে যাবে সব বিভ্রান্তি,
বিচ্ছুরিত হবে ঘুমন্ত আলো, ফুটবে হাসি সবার মুখে
অশান্তিকে জয় করে মানুষ থাকবে মহাসুখে ।।
             *****