ওরে ও পাখির দল----
কেন এত কোলাহল করিস বল ?
টিয়ে, ময়না, ফিঙে, শালিক, চড়াই---
বাবুই, তোতা,কোকিল,কাক তোদের বড়ই লড়াই !
নিজেদের মধ্যে কথা বলিস, তোরা যে অসাধারণ,
খুঁজে পাইনা তোদের ঝগড়া করার কোন কারণ ।
সকাল বেলা মধুর সুরে করিস কত গান.....
এখন কেন ওরে এত তোদের অভিমান !
আয়রে সব থাক মিলেমিশে,
ঘরে ফেরার বেলায় ভরিয়ে দে আনন্দের শীষে।।