ওরে ও নদী
আপন ভেবে তোকেই
মনের কথা সব বলি,
তুই চলিস আপন বেগে
খড়কুটোর সাথে বয়ে
নিয়ে যাস দুঃখ জ্বালা,
ভালোবেসে যখনই হতে চাই আলিঙ্গনাবদ্ধ
ছলাৎ-ছলাৎ হেসে অপেক্ষায় রেখে
কলকলানি স্রোতে রাখিস মায়ার বন্ধনে,
তোর বুকেতে চলে মাঝি দূর হতে দূরান্তে
অনন্য ঐকতানে তোর রাগ-রাগিনীতে
ভাটিয়ালি সুরে উদাসী মনে,  
বৈশাখ জ্যৈষ্ঠে তোর শুষ্ক রূপ
আষাঢ় শ্রাবণে জলের টই-টুম্বুর উচ্ছ্বাসে
কত মানুষের ঘরে ঢুকে করিস অনাচার,
শরতে মুখর তুই
অপরূপ উচ্ছলতা নিয়ে
ঝলমলে রোদের আলোয়,  
হেমন্ত শীতে শান্ত রূপে
নীল রঙের মিষ্টি ছবি এঁকে
ভরিয়ে তুলিস এক মধুর স্বপ্নের মন,  
খামখেয়ালিপনায় তুই আবার
এপার ভাঙ্গিস, ওপার গড়িস
মেতে উঠিস ভয়ংকর খেলায়,
ভাঙ্গা গড়ার খেলা না খেলে
তোর শান্ত সুমধুর ছবি নিয়ে
থাকনা সবার প্রিয় হয়ে, মুগ্ধ ভালোবাসায়।।
       ****