ওরে ও কাশফুল, নুইয়ে পড়িস না কোন অভিমানে
নিজের শুভ্রতায় ভরিয়ে তোল তোর মনের আকাশ,
শরৎ এসে গেছে, শিরদাঁড়া সোজা করে দেখে নে নিজের অস্তিত্ব
তৈরি করে নে শ্বেত-পরিবেশ, বয়ে চলুক মৃদু-মন্দ বাতাস ।
তোর শ্বেত-শুভ্র ঝাড়ের দোলে
হৃদয়ের অন্তঃস্থল শিহরিত হয় শরতের স্নিগ্ধ পরশে,
আগমনীর আগমন-বার্তা নিয়ে তোর শঙ্খ-ধ্বনিতে
আকাশ-বাতাস ভরে ওঠে পরম তৃপ্তির হরষে ।
শরীরে তোর গন্ধ নেই, তাতে কিবা যায় আসে
অনুপম সৌন্দর্যের বারি-ধারায় আনিস এক প্রশান্তির লীলাভুমি,
নীল-সাদা আকাশে সোনালি রোদ্দুরের খেলার মাঝে
অচেনা সুরের মূর্ছনা তুলে তুই বলিস - 'গগন চুমি’ ।