বনরাজির মাঝে অপরূপ তারা নানা রঙের সমাহার,
লাল নীল হলুদ সবুজ পাখায় কত সৌন্দর্যের বাহার ।
কতো স্বপ্নের মাধুর্যতা ভরিয়ে মুচকি হাসির খেলায়,
মুক্ত মনে উচ্ছল প্রাণবন্ত রোদ ঝলমল বেলায় ।
ফুলেদের সৌরভে মাতাল নীল আকাশে মেলে মুগ্ধতা,
শান্তির বারি স্নাত হয়ে মুছিয়ে ধরার মলিনতা,
মুক্তির স্বাদ মিলে গেছে ভরিয়ে হৃদয়ে
স্নিগ্ধতা।।