ওপরে ওঠা ভালো
তাতে হয়না কখনো
শরীর-মন জুড়ে আঁধার-কালো,
তবে, হারিয়ে ফেলোনা বোধসত্বা
অহংকারের কালচক্রের গহ্বরে  
তলিয়ে যেতে দিওনা মনুষ্যত্বের সারবত্তা ।

ওপরে ওঠো ধাপে ধাপে
যাতে থাকবে মনের অকুণ্ঠ আশা
থাকবে শুভ চিন্তন,
ওপরে ওঠার মধ্যে থাকবে
নিষ্ঠা সততা শ্রদ্ধা ও ভালোবাসা
সফলতায় ভরা মন্থন ।

দয়া-মায়ার আবর্তে জড়িয়ে
মানবতার সেবায় নিয়োজিত হয়ে
মনকে জাগাও গভীর আলোর ঘনঘটায়,
আঁধার ঘুচিয়ে জাগরুক করো
প্রাণের অস্তিত্বের এক অমূল্য জ্যোতি
ওপরে ওঠার সিঁড়ি ভাসবে আলোকোজ্জ্বল ছটায় ।।
                  ******