প্রবাহমান জীবনে
মন ছুটে যায় তার আসার তরে,
পিছন ফিরে চেয়ে থাকা তারই টানে
অনুভবে হাতছানি দেয় বারে বারে ।

উদীয়মান সূর্যের জ্যোতিতে
পুলক-দ্যুতি ভরে ওঠে মনে,
পিছন পানে আর দেখা নয়
শুধু সামনে এগিয়ে চলা নতুন প্রানে ।

যার লাগি থাকা অপেক্ষায়
আসবে সে ফিরে দুরন্ত ব্যাকুলতায়,
অপ-চেতনা রুখে, শুভ চেতনার অগ্রগতি
অপেক্ষার অবসান ঘটাবে উন্মুক্ত মানবতায় ।।
                         *********