খোলা জানালার ওপারের সবুজ মুগ্ধতায়
ভরপুর হোক এপার প্রফুল্লতা-ভরা শুদ্ধতায় ।
মুক্ত-বাতাস মনের সুখে করুক আনাগোনা
হেথা-হোথা বিচরণের নেই কোন তার মানা ।

মনের জমে থাকা মেঘ উড়ে যাক বহু দূরে
দিগন্তের সীমানা ছাড়িয়ে অন্য-বাঁকে, অন্য-সুরে ।
সকল আঁধার কাটুক বৃষ্টি-স্নাত রোদ্দুরের ঝলকে
জানালার এপারও বিচ্ছুরিত হোক নতুন আলোকে ।।
         ---------++---------