মনের গোপন দুঃখগুলো
অব্যক্ত ব্যথায় করে আনাগোনা,
একান্ত আপন করে পাই তখন তারে
সাহিত্যের মাঝে নতুন জাল বোনা ।
এক একটি শব্দের মেল বন্ধনে
ভরিয়ে তোলে সুখের ভরপুর ভাবনা,
চেতনার নব দিগন্তে অন্তহীন ভেলায়
সে হয়ে ওঠে আমার একান্ত কথা-মালার সাধনা ।
সাহিত্য আমার অজানাকে নতুন করে জানা
মনের অফুরন্ত আবেগ-উচ্ছলতার ঘটে প্রকাশ,
সৌজন্যতায় মোড়ানো স্নিগ্ধ ভালবাসায়
সে যে আমার একান্ত সাধনার, অন্তরের বিকাশ ।।
*****