নির্ভীক এক সৈনিক চলেছে অন্তহীন পথে…..
পাহাড়-নদী-নালা-সাগরের উত্তালতা পেরিয়ে
চলেছে সে চলেছেই….।
কখনো দেখেছে সে পথহারা দিকভ্রষ্ট
কোন পথিকের কান্না,
কখনো আবার দেখেছে চরম উশৃংখলতার
নিদারুণ পরিণতিতে বুক চাপা পাথরের কষ্ট,  
যখন তাকে করেছে বিভ্রান্ত
বুভুক্ষের কান্নায় চরম ব্যথার আলোরণে
ছিন্ন-ভিন্ন হয়েছে মানব-বোধের অসহায় যন্ত্রণা,
নারী-লাঞ্ছনার প্রতিবাদে রক্তাক্ত
ক্ষতবিক্ষত হয়েছে শরীর
মাথার প্রচন্ড ব্যথায় কাতর হয়েছে প্রাণ।
নির্ভীক সৈনিক তবু দমেনি
উচ্চশিরে এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য ভাবে,
কেননা, তাকে এগিয়ে যেতে হবে
মনের গ্লানি, চাটুকারিতা মুছে ফেলে,
সুখ-দুঃখ, হাসি-কান্না, আলো-আঁধারি ভেদ করে
রক্তক্ষয়ী সংগ্রামে তাকে জিততেই হবে ।
মেঘের কালো পর্দার আড়ালে উঁকি দেয়
স্বপ্নালু আলোর রশ্মি,
এবার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারিত হবে
তার মূল প্রতিবাদের ভাষা,
মনের পাতায় ফুটে উঠবে
শত সহস্র উৎকণ্ঠিত ও উৎসর্গীকৃত মানুষের মুখ,  
মনের অক্ষরের পাতায় মুছে দেবে
সামাজিক অবক্ষয়ের অবয়ব,
সমাজের অনাচার ব্যভিচার
কঠিন নির্মমতা হবে লুপ্ত
সার্থক হয়ে উঠবে প্রতিবাদের ভাষা ।
তার চলার শব্দে বেজে চলবে
এক নৈসর্গিক প্রতিধ্বনি,
মনের দুয়ারে যখন-তখন উঁকি দেওয়া
অন্যায়ের কষাঘাত হবে স্তব্ধ,
চারিদিকের চাপা অন্ধকার আকাশে
ঝড়ো হাওয়ার সাথে বইবে শান্তির হাওয়া,
উদ্দেশ্য সফলে জীবনের প্রতিটি বেড়াজাল ভেদ করে
পিচ্ছিল ও কণ্টকাকীর্ণ পথে রক্তাক্ত পায়ে
নির্ভীক সৈনিক তাই চলে এগিয়ে...
বৃষ্টি-স্নাত ভোরের শুকতারা হয়ে ।
নীল আকাশের বুকে মেঘের খেলায়
সবুজ মনের হাসি নিয়ে জীবন ভরিয়ে
ভালোবাসার দোলায় নবপ্রকাশে চলেছে সে
মেঘ-মুক্ত আকাশে স্বপ্ন-পারিজাতের মায়া মেখে
এক নিশ্চিত ভবিষ্যতের প্রত্যাশায় ।।
            ***