অন্তহীন ভালবাসার আকাশে
তুমি ধ্রুবতারার ছায়া,
প্রত্যাশার পাহাড়ে মেঘেদের ভালোবাসায়
মধুর অভিমানে কল্লোলিনী মায়া ।
সৃষ্টি সুখের সুধায় ভরানো
মেঘ মল্লারের সুর বাজে খুশির তৃষায়,
ভাসাই ভেলা দু'জনে শান্তির নীড়ে
ইচ্ছেগুলি সিক্ত হয়ে ওঠে শ্রাবণের বেশভূষায় ।
আয় দু'জনে হাতে হাত ধরে
জড়াই হলুদ বসন্তের মুগ্ধ জোছনায়,
আনন্দ উষ্ণতায় প্রেমের পরশে
সাজাই পাগল মন স্বপনের আঙ্গিনায় ।।