নিয়মের বেড়াজাল ছিন্ন করে
মানুষ হয়েছে স্বেচ্ছাচারী,
মানে না কোন বাঁধন
মানবতার আড়ালে হয়েছে অত্যাচারী।

শৃঙ্খলাবদ্ধ জীবনে পশুও মহান
ভালবাসলে ভালোবাসা দিতে জানে,  
কিন্তু মানুষ আজও বড় অবুঝ
অনিয়মই ভালবাসে মনে-প্রাণে।

অসভ্য ব্যবহারে সুস্থ জীবন হয় অসুস্থ
সমাজের পরিকাঠামোয় প্রকাশ পায় কঙ্কালের রূপ,
অনিয়মের কঙ্কাল যদি সরায় ভুলে ভরা বিবেক
তবেই পরিচ্ছন্ন হবে সমাজে জঞ্জালের স্তূপ।।
                *****