বাংলা মায়ের সন্তান মোরা
করি অহংকার
বাংলা ভাষার বাংলা রক্ষায়
করি অঙ্গীকার ।

সহনশীলতা সহমর্মিতায়
এক সূত্রে এক প্রাণে
গড়েছি মোরা এক পরিবার
নব ভাবনায় নতুন ঐক্যের তানে ।

বাংলা কবিতার সৈনিক শত সহস্র মোরা
গড়ব নতুন স্বপ্নের নতুন পৃথিবী
হাতে হাত রেখে উচ্চ স্বরে বলব
‘ইচ্ছা রইল মোরা হব প্রকৃত সাহিত্যসেবী’ ।।