পিতা-মাতার গর্ব হল সন্তান,  
স্নেহের পরশে একটু একটু করে
গড়ে তোলে তার ভবিষ্যৎ।
নিজে অভুক্ত থেকে মানুষ করে এই ভেবে
সে বড় হবে, যথার্থ মানুষ হবে।
পিতা-মাতার স্বপ্নগুলি কখনো হয় সফল
আবার কখনো হয় বিফল,
সন্তান হয়তঃ কখনো বোঝে পিতা-মাতার ত্যাগ
আবার কখনো বৃদ্ধাবস্থায় তাদের দেয় মনে দাগ।
তবু যে তারা পিতা-মাতা
নিজ গুনে ক্ষমা করে দেয় সন্তানের অপরাধ,
সন্তান যে পিতা-মাতার অমূল্য রত্ন
গড়ে তোলে তাদের ভরসার নতুন পৃথিবী,  
ভক্তি-শ্রদ্ধায় সন্তান যদি ভরিয়ে তোলে হৃদয়-মন
তারাই হয়ে ওঠে অন্ধের যষ্টি, অমুল্য রতন।।
         ***