পিতা মতিলাল, মাতা ভূবন মোহিনী দেবীর কোলজুড়ে
এসেছিলে হুগলী জেলার দেবানন্দপূর গ্রামে
১৮৭৬-এর ১৫ই সেপ্টেম্বর ছিল ধরাধামে আসার পুণ্যদিন
১৯৩৮এর ১৬ই জানুয়ারী চলে গিয়েছিলে অমৃতধামে ।
এ যাওয়া তো তোমার নয় যাওয়া
সবার ঘরে অমর তুমি কথাশিল্পীর বসনে
তোমার লেখনিতে ঠাঁই পেয়েছিল নারীজাতি
অধিষ্ঠিত করেছিলে সমাজের উচ্চ আসনে ।
সমাজ সংস্কারে এগিয়ে এসেছিলে তুমি
কথা-সাহিত্যিক
মন ছুঁয়ে যাওয়া সমাজ চিত্রের সাজিয়ে অমর ডালি
গৃহদাহে অচলা, সুরেশ মহিমের কাহিনী করেছো সচল
দেবদাসকে বানিয়েছ ভালোবাসার করুণ মালি ।
পথের দাবীর সব্যসাচী আজও উঁকি দেয় সবার মনে
ইন্দ্রনাথ শ্রীকান্ত রাজলক্ষ্মী জীবন্ত ইতিহাস
রামের সুমতিতে দেবর রাম নারায়ণী বৌদির স্নেহে আবদ্ধ
গফুর মিঞা, আমিনার মহেশ আজও নয় পরিহাস ।
শুধু এন্ট্রান্স পাশ করেও দেখিয়েছিলে তোমার কৃতিত্ব
বাংলা সাহিত্যে নজির বিহীন অবদান
কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
স্বর্ণপদক, ডিলিট উপাধিতে হয়েছিলে মহান ।
আজ নেই তুমি মোদের মাঝে
আছে তোমার সাহিত্য সম্ভার
নারীজাতি ও সমাজ জানায় তোমায় সম্মান
তোমাকে নিয়ে তাদের যত গর্ব, যত অহংকার ।