ঘর যে দেখি আঁধার-কালো
ওদিকে ভরপুর চাঁদের আলো,
আয়রে আয় ওলো ও চাঁদ
ভরিয়ে দে তোর সবটুকু স্বাদ ।
তুই থাকিস আকাশ পরে
সদা মোরা দুখে থাকি ওরে,
মিটি মিটি চেয়ে দেখিস ভালোবাসায়
আমরা থাকি সর্বদাই তোর আশায় ।
তোর মহিমায় প্রকাশ হোক ভালো
দুর করে দে মনের যত কালো,
মন খারাপের দিন হোক শেষ
তোর আলো নিয়ে থাকি যেন বেশ।।
****