বিনা অপরাধে কত শতবার
দন্ডের আঘাতে হয়েছি জেরবার,
ওগো দন্ডধর করো প্রকৃত বিচার
দণ্ডের আঘাতে জর্জরিত করোনা বারবার ।
চাওয়া পাওয়ার নেই তো অঢেল আকাঙ্ক্ষা
স্বল্পতে সন্তুষ্ট হয়ে থাকি মোরা সদা,
তবু কেন দন্ডের আঘাতে সর্ব শরীর
ছিন্নভিন্ন হয় মনের আকাশে সর্বদা ।
একটু ভাবো ওগো দণ্ডধর
অকারনে দন্ডাঘাত করোনা যখন তখন,
দুনিয়ার হাল বদলে দিতে
হও ক্ষান্ত, হও সংযত, করোনা বৃথা আলোড়ন ।।
*******