অঝোর ঝরানো বৃষ্টিতে
দৃশ্যপট যায় হারিয়ে,
মন অপরূপ সৃষ্টিতে
ভাসে সীমানা ছাড়িয়ে ।

ঝুমুর বাদনের  তালে
নেচে ওঠে ছন্দে,
মেঘের ক্যানভাসের আড়ালে
নতুন দৃষ্টির  আনন্দে ।

আকাশের সামিয়ানা তোলপাড়
উদ্যমতার খেয়ালী গানে,
অন্তর খোলে দ্বার
হৃদয় ভরানো তানে ।

সুবাসে চন্দনী হাসে
ভাঙ্গে হাসিতে বাঁধ,
ভরপুর সুধা বাতাসে
মেঘের মেটে সাধ ।

অবসাদ ভুলে আনমনে
সবুজ লুকায়  স্নিগ্ধতায়,
ভালোবাসা মেশে দু’নয়নে
রিমঝিম ধ্বনির মুগ্ধতায় ।।
       ******