হাতে টানা রিক্সাগাড়ি, পুরানো কলকাতায় ছিল বড়ই দামি,
শীত-গ্রীষ্ম রোদ-বর্ষায় ক্লান্ত শরীর, তবু হয় না তারা অস্তগামী।
ঠন ঠন ঠন ঠন বাজিয়ে ঘণ্টা চলে চালক সওয়ারি নিয়ে,
ট্রাম-বাস-গাড়ি পিছনে ফেলে চলে সে জানান দিয়ে ।

বর্তমানেও অসময়ের বন্ধু তারা, যদিও কমেছে বিলাসী আদর,
দামি গাড়ি শহরের ভিড়,  কেড়ে নিয়েছে  তাদের কদর ।
পুরানো ঐতিহ্য বহন করে তারা এখনো রয়েছে প্রাণের আনন্দে,
স্মরি রিক্সা আর চালককে, জানাই  বুক ভরা ভালোবাসা সানন্দে ।।
          *****