কাটুক আঁধার জাগুক নতুন সূর্য ভোরের প্রত্যাশায়
কিশলয় ভরুক সবুজ কচি পাতায় স্বস্তির আশায়,
প্রজাপতি দুষ্টু ভ্রমর মধুর খোঁজে শাখায় শাখায়
ফুলেরা সব খুশির ছোঁয়ায় উচ্ছলিত আলোর মায়ায়,
দখিনা সমীর খোঁজে তারে প্রেমের দোদুল দোলে
কপোত কপোতী করে গুঞ্জন মধুর মিঠে বোলে,
জাগবে আকাশ বাঁধবে সবে ঐক্যের ছন্দে ভালবাসায় ।