কেন বৃথা অহংকার করো
একা এসেছো এই ভবে,
যাবে একা ভুবন ছেড়ে
এ কথা বোঝো কি সবে ?
কিছুই যাবে না সঙ্গে
বিলীন হয়ে যাবে দেহ পঞ্চভূতের সনে,
পড়ে থাকবে শুধু মুঠো-মুঠো ছাই
এ কথা কোনদিন উপলব্ধি করেছ কি মনে ?
হিংসা-দ্বেষ, অহংকার ভুলে
আনন্দে কর্ম করে চলো সবার তরে,
সমাজে সব আপনজন তোমার
মিলেমিশে আপন করে নেওয়া যায়না কি প্রাণ ভরে ?
*****