ওহে পথিক,
ক্লান্ত শ্রান্ত দিকভ্রান্ত আমি,
উলুখাগড়ার বনে ঘুরে বেড়াই একা,
দেখাতে পারবে কি সঠিক পথের দিশা.....?
ওহে পথিক,
সত্যের সিঁড়ি বেয়ে......
মানবতা জাগ্রত হোক
শুভ চেতনার শিখায় ।
ওহে পথিক,
ভেঙে যাক সকল অহংকার.....
ঘুঁচে যাক সকল পাপবোধ,
মন হোক আকাশ-সম শুভ্রনীল । ।