বহিরাকাশে ভাসে অগোছালো মেঘগুলো
আশাগুলো অবিন্যস্তভাবে খোঁজে তার কারণ,
মনের আকাশে চলে কত স্বপ্নের আনাগোনা
অবুঝ মন বুঝতে চায় না কোন বারণ ।
দোলাচলের দোদুল দোলে
কখনো আসে প্রবল বরষণ,
অন্তঃপুরের অন্তঃস্থলে বেজে যাওয়া
যুদ্ধের দামামা কখনো করে অন্বেষণ ।
দু'চোখ হয়ে পড়ে অশান্ত
আনচান করে না-পাওয়ার যন্ত্রণায়,
বাইরের মেঘগুলো ভেসে চলে এলোমেলো
শান্তির বারিষ ধারা ঢেলে যায় শুভ মন্ত্রণায় ।
*****