ওগো পলাশ প্রিয়া
এসো নব-বসন্তের বার্তা নিয়ে,
ভরিয়ে তোল জীবনের শোভা
তোমার সুমধুর মাধুরী দিয়ে ।
অপরূপে মোহিত হয়ে বারে বারে
শুনি তব নব অনুরাগের ধ্বনি,
প্রস্ফুটিত প্রেমের সুধায় বিভোর হয়ে
মৃদু হাতছানিতে শুনি সুর-সন্মোহনী ।
তোমার রক্তিম হোলির আবিরে
জাগাও প্রাণে শুভ-চেতন,
ভালবাসার অঙ্গন জড়িয়ে
উড়াও দিগন্ত জুড়ে উচ্ছ্বাস-কেতন ।।
******