তুমি আমার ভোরের আকাশ
সকল প্রতিচ্ছবির মুগ্ধতা,
রক্তিম কিরণ স্নিগ্ধ সমীর
অন্তরের মধুরতা ।
তুমি আমার দ্বিপ্রহরের
শান্ত বটের ছায়া,
বিকাল বেলার গোধূলি রাঙানো
কল্লোলিনী ঢেউয়ের বুক ভরা মায়া ।
তুমি আমার সন্ধ্যা ছায়ায়
পরম শান্তি ভালোবাসা,
প্রকৃতির সুগন্ধে ভরা
আকাশ সম আশা ।
তুমি আমার রাতের আঁধারে
মিষ্টি জ্যোৎস্না ধারার তৃষা,
তারার আলোয় দেখি ওগো পিতা
সঠিক পথের দিশা ।।