বিদ্যা দাও মা
ওগো মাতা বিদ্যা-দায়িনী,
জ্ঞান দাও মা
ওগো মাতা জ্ঞান-দায়িনী।
মাঘের শ্রীপঞ্চমী তিথিতে
আম্রপল্লব গঙ্গাজলে ভরিয়ে ঘট,
গঙ্গাজল-দুধে ভরিয়ে দোয়াত
ধূপ-ধুনো, ফুল-ফল প্রসাদে সাজাই পট।
শুভ্র-বসনে মাগো করি আরাধনা
জ্ঞানের ভান্ডারে পূর্ণ করে দাও হৃদয়,
দূর করে দাও মনের সব কলুষতা
প্রকৃত বিদ্যায় এনে দাও নতুন অরুনোদয়।
ওগো পলাশ প্রিয়া, তোমার শুভ্র হস্তের আশীর্বাদে
চলব নতুন শুভ পথের দিশারী হয়ে,
ওগো বিদ্যাদাত্রী, সবার মনে ঘুঁচাতে অজ্ঞানতা
আকাশ বাতাস মুখরিত হবে সেই সুচিন্তন বয়ে।
তোমার বিদ্যা-দানে মাগো
মঙ্গল হোক সকল প্রাণ,
সুরের মহিমায় দোলা দিয়ে যাক
শিক্ষালাভে বিবেকবোধের দান।
তোমার বিদ্যার দানে মাগো
হোক সবার বোধোদয়,
হিংসা, দ্বেষ, অহংকার, সবে করে পরিত্যাগ
উদয় হোক সবার মনে এক নব-অভ্যুদয়।।
*****