অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে মন
কুঁড়ে কুঁড়ে  খায় অন্তর্বেদনা,
প্রকাশ হতে চায় কত দুঃখের ব্যাথা—
তবু কেঁদে কেঁদে ব্যাকুল হয় অন্তর ।
চাপা ছাইয়ের প্রলেপে ধিক্ ধিক্ করে আগুন
গুমরে গুমরে ওঠে এক  কঠিন বাস্তবতা,
তবু সে চুপ,  রাতের আঁধারে বোবা কান্নায়
অস্থির হয় সকল আবেগে মোড়া ব্যাথাতুর অভিমান ।
তবু ইতিহাস লেখা রবে সে যন্ত্রণার ।।
         ****